Wellcome to National Portal

ٱلسَّلَامُ عَلَيْكُمْ  আস-সালামু আলাইকুম - ১১নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম! জরুরী প্রয়োজনেঃ প্রশাসনিক কর্মকর্তাঃ এ বি এম আসাদুল বারী- ০১৭১৮-৬৫৭৮২১, চেয়ারম্যানঃ মোঃ আনিছুর রহমান শিবলু- ০১৭২৭-০১০১৪৯, উদ্দ্যোক্তাঃ মোঃ আব্দুস ছালাম- ০১৭১৩-৭১৫০১৫, মোঃ শরিফুল ইসলাম রাব্বী- ০১৭৮৫-৪৮৯৪৯৩, মোঃ রাকিব প্রধান- ০১৭১৩-১৬৭৪৫৩,

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দ্বায়িত্ব ও কর্তব্য

 

১। তিনি দিনে ও রাতে ইউনিয়নে পাহারা ও টহলদারী করবেন।

২। অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করবেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করবেন।

৩। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবেন।

৪। অন্য নিদের্শ না থাকলে প্রতি পনর দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন।

৫। ইউনিয়নের খারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য করবেন এবং মাঝে মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন। পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোন সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি সম্পর্কেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন।

৬। ইউনিয়নে লুকিয়ে থাকা কোন ব্যক্তি,যার জীবন ধারণের জন্য প্রকাশ্য কোন আয় নেই বা যে তার নিজের পরিচয় সম্পর্কে সন্তোষজনক কোন জবাব দিতে পারেনা,এমন লোক সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রিপোর্ট প্রদান করবেন।

৭। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সে সকল বিষয় সম্পর্কে অবহিত করবেন,যা বিরোধ,দাংগা-হাংগামা বা তুমুল কলহ সৃষ্টি করতে এবং জনগণের শান্তি বিঘ্নিত করতে পারে।

৮।উপরে উল্লেখিত অনুচ্ছেদে বর্ণিত অপরাধ অথবা আদালতে গ্রহণযোগ্য যে কোন অপরাধ বন্ধ করতে বা বন্ধ করার উদ্দেশ্য মধ্যস্থতা করার ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন।

৯। জন্ম ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষণ এবং এলাকার সব জন্ম ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।

১০।মানুষ বা পশু বা ফসলের মধ্যে কোন মহামারী বা সংক্রামক রোগ বা পোকার আক্রমন ব্যাপক আকারে দেখা দিলে তৎক্ষনাৎ ইউনিয়ন পরিষদকে এ সম্পর্কে অবহিত করবেন।

১১। কোন বাধেঁ বা সেচে ক্ষতি বা ত্রটি দেখা দিলে অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।

১২। সরকারী কাজের উদ্দেশ্যে যে কোন স্থানীয় তথ্য সরবরাহ করবেন।