প্রখ্যাত্ব ব্যাক্তিত্বঃ মরহুম জুলফিকার মাহমুদ খসরু
ফুলবাড়ী ইউনিয়ন পূবে গোবিন্দগন্জ ইউনিয়ন পরিষদের আওয়াত ভূক্ত ছিল। পৌরসভা হওয়ার পরে মোঃ জুলফিকার মাহমুদ খসরু সাহেবের নেন্ত্রীতে, জেলা প্রশাসক ফুলবাড়ী ইউনিয়ন গঠন করেন। গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে আনুমানিক ০৩ কিলোমিটার পশ্বিম উত্তরে এই ইউনিয়নের অবন্থান। যানা যায়, ফুলবাড়ী গ্রামের নামের সাথে মিল করে ফুলবাড়ী ইউনিয়নের নামকরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস