Wellcome to National Portal

ٱلسَّلَامُ عَلَيْكُمْ  আস-সালামু আলাইকুম - ১১নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম! জরুরী প্রয়োজনেঃ প্রশাসনিক কর্মকর্তাঃ এ বি এম আসাদুল বারী- ০১৭১৮-৬৫৭৮২১, চেয়ারম্যানঃ মোঃ আনিছুর রহমান শিবলু- ০১৭২৭-০১০১৪৯, উদ্দ্যোক্তাঃ মোঃ আব্দুস ছালাম- ০১৭১৩-৭১৫০১৫, মোঃ শরিফুল ইসলাম রাব্বী- ০১৭৮৫-৪৮৯৪৯৩, মোঃ রাকিব প্রধান- ০১৭১৩-১৬৭৪৫৩,

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

 

* পাচশালা এক্স বিভিন্ন মেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি।

* পল্লি অবকাঠামো উন্নয়ন, সংরক্ষন ও রক্ষনাবেক্ষন।

* শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত।

* স্বাস্থ্য, পরিবার পরিকল্পনাs বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন

* কৃষি, মৎস্য , ও পশু সম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে কার্যক্রম গ্রহন।

* মহামারি নিয়ন্ত্রণ ও দুর্যোগ বেবস্থা পনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

* কর, ফি, টুল ফিশ ইত্যাদি ধারযক্রম ও আদায়।

* পারিবারিক বিরধ নিরসন । নারী ও সিশু কল্লান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম ।

* খেলাধুলা,সামাজিক উন্নতি সংক্রিতি ইত্যাদি কার্যক্রম গ্রহন।

* পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় বেবস্থা গ্রহন।

* আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন এক্স প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন।

* জন্মমৃত্যু নিবন্ধন।

* সরকারি স্থান, উন্মুক্ত জায়গা, উদ্দান এক্স খেলার মাঠের হেফাজত করা।

* ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারি স্থানে বাতি জালানো।

* বৃক্ষরোপণ এক্স সংরক্ষন এবং বৃক্ষ সম্মদ চুরি এক্স ধ্বংস প্রতিরোধ।

* কবরস্থান, শ্মশান , জনসাধরনের সভার স্থান এক্স অন্যান্য সরকারি সম্পত্তির রক্ষনাবেক্ষন।

* জনপদ, রাজপথ ও সরকারিs স্থানে অনধিকার প্রবেশ রধ এবং এইসবs স্থানে উৎপাত ও তাহার কারন বন্ধ করা।

* জনপদ ও রাজপথের ক্ষতি, বিনষ্ট বাঁ ধ্বংস প্রতিরোধ।

* গবর এবং রাস্তার আবর্জনা সংগ্রহ, অপসারন, ও  বেবস্থাপনা নিশিত করা।

* অপরাধমূলক ও বিপদজনক বেবশা নিয়ন্ত্রণ।

* মৃত পশুর দেহ অপসারন এক্স নিয়ন্ত্রন এবং পধু জবাই নিয়ন্ত্রন।

* ইউনিয়নে নতুন বারি, দালান নিরমান ও পুনবাশন এবং বিপদ জনক দালান নিয়ন্ত্রন।

* কুয়া, পানি তোলার কল, জলাধর, পুকুরs এবং পানি সরবরাহের জন্য অন্যান্য উৎসবের  বেবস্থাপনা ও সংরক্ষন।

* খাবার পানির উৎসের দূষণ রধ এবং জন সাস্থের জন্নি ক্ষতিকর সন্দেহ জনক কুপ, পুকুর, বাঁ পানি সরবরাহের অন্যান্য স্থানের পানি ব্যাবহার নিশিদ্ধ করা।

* খাবার পানির জন্য সংরক্ষিত কুপ, পুকুর, বাঁ পানি সরবরাহের অন্যান্য স্থানে বাঁ নিকটবর্তী স্থানে গোসল কাপরকাচা, বাঁ পশু গোসল করান নিশিদ্ধ করা।

* পুকুর বাঁ পানি সরবরাহের অন্যান্য স্থানে বাঁ নিকটবর্তী শন, পাট, বাঁ অন্যান্য গাছ ভিজানো নিষিদ্ধ করা।

* আবাসিক এলাকার মধ্যে চামড়া রঙ করা বাঁ পাকা করা নিষিদ্ধ করা।

* আবাসিক এলাকার মাটি খনন করিয়া পাথর বাঁ অন্যান্য বস্তু উত্তলোন নিষিদ্ধ করা।

* আবাসিক এলাকার ইত, মাটির পাত্র বাঁ অন্যান্য বস্তু উত্তোলন নিষিদ্ধ করা।

* অগ্নি, বন্যা, শিলাবৃষ্টি সহ ঝর ভুমিকম্প বাঁ অন্যান্য প্রাকিতিক দুর্যোগ মকাবিলায় প্রয়োজনীয় তৎপরতা গ্রহন ও সরকার কে সার্বক্ষণিক সহায়তা প্রদান।

* বিধবা, এতিম, গরিব ও দুস্থ বাক্তিদের তালিকা সংরক্ষন ও সাহায্য করা।

* সমবায় আন্দোলন এক্স গ্রামিন শিল্পের উন্নয়ন ও উৎসাহ প্রদান।

* বাড়তি খাদ্য উৎপাদনেরs বেবস্থা গ্রহন।

* গবাদি পশুর খোয়ার নিয়ন্ত্রন য রক্ষনাবেক্ষন বেবস্থা করা।

* প্রাথমিক চিকিৎসা কেন্দের বেবস্থা করা।

* ইউনিয়নের বাসিন্দাদের নিয়াপত্তা, আরাম-আয়েশ বাঁ সুযোগ শুবিধার জন্য প্রয়োজনীয় অন্যান্য বেবস্থা করা।

* ই-গভরনেন্স চালু ও উৎসাহিত করন।

* ইউনিয়ন পরিষদের মত সদৃশ কাজে নিয়জিত অন্যান্যs সংস্থার সাথেস সহযোগিতা করা।  

* সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত দাইত্তবলি।  

 

* আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
* অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
* কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ।
* পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
* স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
* জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ।
* ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
* স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
* জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
* সব ধরনের শুমারী পরিচালনা।

বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচালনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ ইত্যাদি।