Wellcome to National Portal

ٱلسَّلَامُ عَلَيْكُمْ  আস-সালামু আলাইকুম - ১১নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম! জরুরী প্রয়োজনেঃ প্রশাসনিক কর্মকর্তাঃ এ বি এম আসাদুল বারী- ০১৭১৮-৬৫৭৮২১, চেয়ারম্যানঃ মোঃ আনিছুর রহমান শিবলু- ০১৭২৭-০১০১৪৯, উদ্দ্যোক্তাঃ মোঃ আব্দুস ছালাম- ০১৭১৩-৭১৫০১৫, মোঃ শরিফুল ইসলাম রাব্বী- ০১৭৮৫-৪৮৯৪৯৩, মোঃ রাকিব প্রধান- ০১৭১৩-১৬৭৪৫৩,

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যাবলী

    ইউনিয়ন পরিষদের কারযাবলী

  ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কারযাবলী

         স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) অধ্যাদেশ,১৯৮৩ এর ৩০,৩১.৩২ও৩৩ ধারায় ইউনিয়ন পরিষদের কারযাবলী উল্লেখ আছে।এ কারযাবল মূলত ০৫ ভাগে বিভক্ত।

০১। পৌর কারযাবলী

০২।পুলিশ ও নিরাপত্তা

০৩। রাজস্ব এ প্রশাসন

০৪। উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ।

০৫। বিচার

পৌর কারযাবলী আবার ০২ ভাগে বিভক্তঃ-

(ক) বাধ্যতামূলক (১০টি)

(খ) ঐচ্ছিক (৩৮)

(ক)বাধ্যতামূলক ১০টি হচ্ছেঃ-

১। আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।

২। অপরাধ,বিশৃংখলা এবং চোরাচালান দমনাথে বিভিন্ন পদক্ষেক গ্রহন করা।

৩। কৃষি,বৃক্ষ রোপন,মাছচাষ,পশুপালন,স্বাস্থ,কুটির শিল্প,সেচ,যোগাযোগ।

৪। পরিবার পরিকল্পনা কারযাক্রমের প্রসার ঘটানো।

৫। স্হানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।

৬। জনগনের সম্পতি যথা-রাস্তা,ব্রীজ,কালভাট,বাধ, খাল,টেলিফোন,বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষন করা।

৭। ইউনিয়ন পরযায়ে অন্যান্ন্য সংস্থার উন্নয়ন কারযাবলী পযালোচনা করা এবং প্রয়োজনে      উপজেলা নিবাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।

৮। স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগনকে উৎসাহ প্রদান করা।

৯। জন্ম-মৃত্যু,অন্ধ,ভিক্ষুক ও দুস্হদের নিবন্ধন করা।

১০। সবধরনের সুমারী পরিচালনা করা।